গন্তব্যের পথ-রেখায় দুলে ওঠে মাটি
আকাশে ধূসর মেঘ
বাতাসে অন্ধকার ধুলিঝড় - প্রবল গতিবেগ
ক্রমাগত স্ফীত ঢেউ নদী ও সমুদ্রে
জমিনে আতঙ্কিত বাড়িঘর
পথে পথে কঠিন বিঘ্নের দেয়াল
ব্যথিত নাগরিকেরা ভয়ানক অস্থির
জনস্রোতের উত্তাল মিছিল গ্রামে-গঞ্জে-নগরে
ঊর্ধ্বমুখ হয়ে মুষ্টিবদ্ধ হাত
শ্লোগানে - শ্লোগানে প্রকম্পিত বাতাস
পুলিশের সাইরেন, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড
গ্রীবাতে চেপে বসা হিমালয় বোঝা
তবু বিধেয় গন্তব্যে ধেয়ে চলে বিরতিহীন
পাথর সংকল্পে অবিচল ও স্থির
চাপ অবিরাম, ক্রমাগত বর্ধিত ভার
তবুও নুয়ে পড়ে না, তবুও টলে না
লোহার পাহাড় গলে তেজোদৃপ্ত নগরের উদয়ন
প্রশস্ত আসমানের ঔদার্য - পাহাড়ের দৃঢ়তা
প্রাণ পায় পরিপুষ্ট ইনসাফের বিধান
এখন বিকেল - সেতো বিকেল নয়
প্রতীক্ষমাণ প্রত্যাশার প্রহর সুমুখের অন্ধকারে
এই বুঝি তমিস্রার কণ্টকিত বক্ররেখা পার হয়ে-
পূর্ব দিগন্তে উদিত হলো নতুন সূর্য …!!
ফিরোজ, মগবাজার, ২৩/০৮/২০২৩