পথে পথে সন্ধ্যা নামে যদি
দীপ নেভে নেভে উন্মাদ বাতাসে
কালো মেঘ আকাশের আতঙ্কিত বজ্রপাত
তবুও পেয়ো না ভয় কিছু;
পথেও নেই তরা, নেই ভাবোনা
যদিও পঙ্কিল পথ হতে দূরে-
মসজিদের সুউচ্চ মিনার
যদিও ঝঞ্ঝা নিয়েছে পিছু;
গভীর নিশি, লক্ষী পেঁচার ডাকে
যদি বারেবার তন্দ্রা টুটে যায়,
অজানা স্বর, অন্তর কাঁপে যদি-
রাত্রি জেগে জড়সড় বিছানায়;
মনে রেখো, জেনে রেখো আরো
কাঁধে রাখা শক্ত আশ্রয়ের হাত,
ভরসাতে নির্ভয়ে পথ চলো
সাথে আছে স্রষ্টা, বড় রহমত।
ফিরোজ, মগবাজার, ০৯/০৯/২০২৩