লোকটি বৈরাগী
সমাজ-ধর্ম ছেড়ে পথে পথে
সন্ন্যাসব্রতে বনে-জঙ্গলে ঘোরাফেরা
চোখ হতে ঠিকরে পড়ে
নির্মোহ দৃষ্টির দ্যুতি
বড়ই সাধনার অর্জন - নির্মোহ গুণ

অধিপতি-কর্ণধার তিনি
পাথর বোঝা দায়িত্বের স্কন্ধে
সক্ষমতা-ক্ষমতার দুয়ারও খোলা
চক্ষুদ্বয়ে তবুও
নির্মোহ আলোর জ্যোতি
তিলে তিলে গড়ে তোলা অর্জন
নির্মোহ-ত্যাগের গুণের উদ্ভাসন

বৈরাগ্যের কিংবা ক্ষমতার নির্মোহ ত্যাগ
কখনই কী এক হয় …?


Passionless

The man is a recluse
On the way out of society and practice
Waking in the forest with a vow of mendicancy
Radiating from the eyes
The shine of passionless vision
Feat from great deeds - dispassionate virtue

He is a master or captain
The stone-burdens are on the shoulders of duty
The door of ability and power is also open
Still in both eyes
The glow of dispassionate light
The feat built up little by little
The screen of virtue of dispassionate sacrifice

The passionless sacrifice of monasticism or power
Does ever become same …?

ফিরোজ, দিলকুশা, ২৮/০৯/২০২০