পাগলী মায়ের পিতৃপরিচয়হীন সন্তানের
দেহের নীচে চাপা পড়েছে
একালের ঘুণেধরা সমাজের নিথর লাশ
কতটা ! মূল্যবোধহীন হলে
এতটা রসাতলে গমন
আর্তনাদের নীল পানি জমে জমে
সবুজের পাতাগুলো চুইয়ে চুইয়ে পড়ে
ফোঁটা ফোঁটা হতবিহ্বল শিশিরে
ভিজে যায় ধূসর জমিন
কতটা ! উন্নাসিক হলে মুখ ভেংচে পাশ কাটে
এড়িয়ে যাওয়া দূর-ছাই দূর-ছাই
গড্ডলিকায় গা ভাসানো প্রতিক্রিয়া
কতটা ! ছন্নছাড়া উৎসন্নে গেলে
এমনতরো নির্লিপ্ত উদাসীনতা
পাগলী মায়ের পিতৃপরিচয়হীন শিশুর ছায়ায়
কেনো জেগে ওঠেনা, কেঁপে ওঠেনা
বিবেক, সমাজ, দশ-দিগন্ত !
ফিরোজ, মগবাজার, ২৫/০২/২০১৮