ভ্রুলতার একটুখানি বাঁকা নাচন
এক মহাকাব্য
অধরের এক চিলতে ভোর
মোনালিসা কথা কয়
দৃষ্টির এক নিমেষ মহা এক সাগর
আকাশের নীল বুকে
করে টলমল

সীমান্তের হাওয়ায় ওঠে ঝড়
ওলট-পালট
সাগরের বুকে ঢেউ
উথাল-পাথাল

ছাদের কার্নিস ছুঁয়ে বাতাসে সৌরভ
বাতায়নে সূর্য ডোবে
জ্যোৎস্নার চিকচিকে চোখ
আবছায়া দোলনে কবিতার নড়াচড়া

এক মহাকাব্য
নিওনার্দোর মোনালিসা
এক মহাসাগর
আকাশের নীল বুকে
করে টলমল

ফিরোজ, মগবাজার, ০৫/১১/২০১৮