ছহি-ছালামতে আছো বেশ একা
বৃত্তের ভিতর বন্দী,
পরিধিতে বসে দাস, মোসাহেব, ধূর্ত, মূর্খ, কাপুরুষ
কেবলি করেছে সন্ধি,
শুধু হাতেতালি, শুধু স্তবগান, গুণবাদে ভেসে
গ্রীবাটি উঠেছে ফুলে,
পাপ অপরাধে ভরা খতিয়ান, কেউ কথা বলে নাকো
কভুও মনের ভুলে,
ফিকিরে ফন্দিতে, ফুলঝুরি কথায়, কপট বিনয়ে
কত যে রঙে রসিক,
সিংহ পুরুষে জান কোরবান, কত শতবার
হয়েছে দেওয়ানা আশিক,
সেই বৃত্তের ভিতর বসে থাকো একা
পরিধি কেবলি ঘোরে,
বৃত্ত ভাঙ্গার ডাক এসেছে, হেঁকে হেঁকে ওঠে
কাক ডাকা এক ভোরে।
নয় একা এখন সেই শিশুটি, বুলন্দ রোদনে লক্ষ শিশু
ঘুম ভেঙ্গে ভেঙ্গে জাগে,
সেই আওয়াজে আওয়াজে আসন টলে ফন্দিবাজের
দাস - মোসাহেব ভাগে,
আমজনতা - সবে শিশু আজ, মুখে মুখে তোলে
ন্যাংটো রাজা - বস্ত্রহীনতার কথা,
উচ্চরোলে হাওয়াতে ভাসে - সত্য কণ্ঠ, সেই খতিয়ানে
আছে লেখা যত ব্যথা।
ফিরোজ, মগবাজার, ১২/০৭/২০২৪