তোমার তরে সমর্পণে হে প্রভু!
দাঁড়ায়ে কা’বার মুখী;
আল্লাহু আকবর - প্রদীপ্ত ঘোষণা
হৃদয়ও প্রশান্ত সুখী।
দোয়ার জননী দোয়ার আধার
নিবিড় মননে বাজে;
অনুভবে মন সুধা মধু পান
প্রতীতি সকল কাজে।
তৃষিত অনুরাগ একাগ্রতায়
সব কলুষতা রুখি;
তব মহিমা, তব তসবিহ জপি
রুকুতে সম্মুখে ঝুঁকি।
অন্তর আকরে বেদনার বুকে
জমে আছে যত ব্যথা;
সব ভুলে যাই যখন কেবলি
সেজদায় প্রণত মাথা।
মন প্রাণ হতে তসবিহ দোয়াতে
পুণ্যিতে ভরাট ঝুলি;
পাঠে মগ্নতা তাশাহুদ দুরূদ
মুছে সব জরা ধুলি।
শান্তি কামনায় প্রশান্তিতে শেষ
তোমাতে সঁপি হে রব!
সব আর্জি কেবল রবের প্রতি
আর্তিও জানাবো সব।
ফিরোজ, মগবাজার, ২১/০৮/২০২৩