পরগাছার শক্ত বৃন্তে আটকে থাকে মেওয়া
ঝাঁকি না দিলে পড়ে না
যেনতেন ঝাঁকি নয়, রীতিমত মূল কাঁপানো ঝাঁকি
পৃথিবীর বৃত্তান্তও এমন কথাই বলে ।

কারসাজি, একরাত - একদিনের
জাদুকরের ভেল্কি আর কেরামত, ফাঁকা বাক্স ভরে যায়
প্রচণ্ড শক্তি নিয়ে উত্থিত রনদক্ষ কুশীলব
হয়ে ওঠে কেউ মহামান্য তেজোদ্দীপ্ত নক্ষত্র
আশপাশ হতে উচ্চণ্ড জয়োল্লাস শোনা যায়
মজবুত আসনে উপবেশন, মঞ্চে-ময়দানে সদম্ভে পদার্পণ
মুখরিত নাটকের মঞ্চগুলো - তিনশত পঁয়ষট্টি দিন বন্দনাগীতি ।

ভেল্কিবাজি, একরাত - একদিনের
হাতের মুঠোয় বিশ্বসভায় উচ্চকণ্ঠের লাইসেন্স
শান্তির নহর প্রবাহে নোবেল কমিটি হতভম্ব
উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, প্রতিটি বিন্দুতে উন্নয়ন স্তম্ভ ।

গোলকধাঁধা, একরাত - একদিনের
কালো অমাবস্যার ঘন অন্ধকারে কয়েকটি জোনাকির পিটপিটে আলো
কেউ কেউ ভারী উল্লসিত, জয়োধ্বনি …, জয়োধ্বনি … !

পড়ে না, ঝাঁকি না দিলে
যেনতেন ঝাঁকি নয়, রীতিমত মূল কাঁপানো ঝাঁকি ।

ফিরোজ, দিলকুশা, ১৬/০৯/২০১৯