ভাষাহীন নির্বাক, শব্দ নেই কেন মুখে !
‘মা’ এ যে আমার প্রিয় বুলি
কোথায় গেল মায়ের শেখানো শব্দগুলো !
গুমরানির চাপা আওয়াজ
বুকের মধ্যে অস্থির আন্দোলন
মুখের চিহ্নটাও কী মুছে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে !
প্রিয় শব্দ হারালে নিজ অন্তরস্থ ভাবগুলো
অপ্রকাশিত থেকে হারিয়ে যায়
প্রিয় বর্ণ হারালে মায়ের ভাষা ম্লান হয় ।
আহা ! যদি এমন হয়
প্রিয় বর্ণ নেই
মমতাময়ী মায়ের শেখানো বুলি নেই
আমার প্রিয় ভাষাও নেই
বুকে বিঁধে রবে
বেদনার ছাই চাপা কষ্ট, চাপা আক্রোশ
দমবন্ধ ছাতি ফেটে মরেই যাব !!!
ফিরোজ, দিলকুশা, ০৮/০১/২০১৭