নীলাকাশে ধ্রুবতারা চাঁদের বাসর
একাকিনী নিশীথিনী কাটায় প্রহর
প্রকৃতি পাহাড়ে ঘেরা মিতালী শিশির
দিবাকর জেগে ওঠে কুয়াশায় ভোর ৷
মেঘেদের লুটোপুটি পাহাড়ের পর
দোলে প্রাণ নেচে ওঠে নয়ন বিভোর
পাহাড়ের প্রান্ত চিরে মনোরম ছবি
রাঙা আভায় আকাশে রক্তলাল রবি ৷
ক্ষণে ক্ষণে নানারূপে প্রকৃতি অরূপ
ডালি ভরা প্রাচুর্যতে খোদার স্বরূপ
মৃদুমন্দ মিষ্ট বায় স্বর্গীয় পরশ
স্মৃতিরূপে ভরে থাকে কালের কলস ৷
আবেশে বিমুগ্ধ করা মুহূর্তের ছবি
প্রসন্ন কৃতজ্ঞ চিত্তে দীনহীন কবি ৷
ফিরোজ, রাঙ্গামাটি, সাজেক, ২৮/০২/২০২০
(খুব ভোরে সাজেকে বাতাস, পাহাড়, মেঘ, সূর্যোদয়ের এক অপূর্ব মিতালিতে ছবির মতো এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য ফুটে ওঠে, যা এক স্বর্গীয় আবেশ সৃষ্টি করেছিল, এমনি প্রেক্ষাপটে কবিতাটি লেখা।)