(বব ডিলানের গান “Most of the Time”-এর ভাবানুবাদ)
চারপাশে আমি স্পষ্ট দৃষ্টি রাখতে পারি
বেশির ভাগ সময়
দুটি পা আমার জমিনে রাখতে পারি
পথ ধরে যেতে পারি, আমি চিহ্নকে পড়তে পারি
ঠিক থাকি আমি সোজা পথটি ধরি
হোঁচট খেয়ে যাই হোক না চলতে আমি পারি
এমনকি সে চলে গেলেও খবর না দিয়ে আমায়
বেশির ভাগ সময়
বেশির ভাগ সময়
বোঝাপড়া বেশ উত্তম
বেশির ভাগ সময়
যদি পারতাম এর বদল রুদ্ধ করতাম
এসব মিলিয়ে নিতে পারি, আমি নিজেকে ধারণ করতে পারি
ঠিক অস্থি হতে সন্ধিক্ষণের সামাল দিতে পারি
বেঁচে থাকতে পারি, আমি সয়ে যেতে পারি
এবং এমনকি তাকে আমার ভাবারও নেই সময়
বেশির ভাগ সময়
বেশির ভাগ সময়
আমার সিধা মাথা পোক্ত
বেশির ভাগ সময়
ঘৃণাকে অবজ্ঞা করায় আমি ঢের শক্ত
বিভ্রান্তি গড়ে তুলি না আমি 'যা হেতু হয় বড় রোগের’
সংশয়ে নই ভীত আমি, হোক না যত গভীর
মানবতার মুখে হাসতে আমি অধীর
তার ঠোঁট আমার স্পর্শে এলেও স্মরণ করার নেই সময়
বেশির ভাগ সময়
বেশির ভাগ সময়
সে মনের মধ্যেও নেই আমার
তাকে যদি দেখতামও আমি তাকে চিনতাম না
সে অনেক পিছনে রয়েছে আমার
বেশির ভাগ সময়
এমনকি আমি অমোঘ হতেও পারি না
সে কখনো আমারই কাছে ছিল কিনা
কিংবা আমি কখনো তার কাছে ছিলাম কিনা
বেশির ভাগ সময়
আমি মাঝরাস্তার মণি
বেশির ভাগ সময়
যেথায় গিয়েছিলাম আমি ঠিকই সেটা জানি
নিজেকে ঠকাই না, ছুটে চলি না এবং আমি লুকিয়ে পড়ি না
মনের গভীর অনুভবকে সংগেও রাখি না
আমি আপোস করি না এবং জাহিরও করি না
আবারো দেখা হলে তার, নেই না বিবেচনায়
বেশির ভাগ সময়
Most of the time
WRITTEN BY: BOB DYLAN
I’m clear focused all around
Most of the time
I can keep both feet on the ground
I can follow the path, I can read the signs
Stay right with it when the road unwinds
I can handle whatever I stumble upon
I don’t even notice she’s gone
Most of the time
Most of the time
It’s well understood
Most of the time
I wouldn’t change it if I could
I can make it all match up, I can hold my own
I can deal with the situation right down to the bone
I can survive, I can endure
And I don’t even think about her
Most of the time
Most of the time
My head is on straight
Most of the time
I’m strong enough not to hate
I don’t build up illusion ’til it makes me sick
I ain’t afraid of confusion no matter how thick
I can smile in the face of mankind
Don’t even remember what her lips felt like on mine
Most of the time
Most of the time
She ain’t even in my mind
I wouldn’t know her if I saw her
She’s that far behind
Most of the time
I can’t even be sure
If she was ever with me
Or if I was with her
Most of the time
I’m halfway content
Most of the time
I know exactly where it went
I don’t cheat on myself, I don’t run and hide
Hide from the feelings that are buried inside
I don’t compromise and I don’t pretend
I don’t even care if I ever see her again
Most of the time