কাজ্জাব যদি বসে মসনদে
সত্যটি বাঁধা পড়ে পদে পদে,
মূর্খের কোলাহলে শোরগোল
জ্ঞানীর মুখে নেই কোন বোল,
মিথ্যার বেসাতিতে মজা পায়
অন্তরের সত্যটি রাখা দায়,
বেহায়া ও কাজ্জাব পাশাপাশি
অনাচার ঝুড়িতে ঠাসাঠাসি,
মেহবুব কে? যার মনে ধান্ধা
মজা নেয় লুটে ধান্ধাতে বান্দা,
কাজ্জাব যদি থাকে মসনদে
সত্যটি বাঁধা পড়ে পদে পদে ।
ফিরোজ, মগবাজার, ১৯/১১/২০১৯