থমকে গিয়ে স্রোত যা সব
নদীর বুকে চরা,
তীরের ঘরে শীর্ণ দেহ
সুখের পাখি মরা ৷
কোন অভিশাপ উৎস পথে
বাঁধন দিল এঁটে ?
কেমন করে ভিড়বে তরী
সকল ঘাটে ঘাটে ?
কোন মোহনায় গাইবে মাঝি
উদাস ভাটিয়ালি ?
কোন দিগন্তে আকাশ জলে
করবে কোলাকুলি ?
জেলের বুকে ভীষণ বেদন
আহার অন্ন নেই,
শুকনো ক্ষেতে কেমন করে
সেচের পানি দেই ?
আকাশ থেকে চিলের চোখে
বালু ঝিকিমিকি,
শূন্য বুকের নদী কেবল
জ্বলে ধিকিধিকি ৷
এমন করে কেউ কখনো
নদীতে দেয় বাঁধ !
বাঁধন তো নয়, দুষ্টু কর্ম
যেন মরণ ফাঁদ !
মাওয়া ঘাটে পদ্মার বুকে করুন দৃশ্য (চর) দেখে এই কবিতার সৃষ্টি ৷
ফিরোজ, মাওয়া ঘাট - খুলনার পথে, ০৪/০৬/২০১৯, দুপুর ২.০০