তুমিতো গ্রীষ্মের দুপুরের, উষ্ণতায় তপ্ত নও
আরো বেশি মনোরম ফুল, তারও বেশি সংযত
কম্পিত রোদে না-রুক্ষ বায়ু, তুমি প্রিয়তমা হও
গ্রীষ্মের দাবদাহে অঙ্কুর, থাকে বিষণ্ণ নিয়ত।
স্বর্গের খুব উত্তপ্ত চোখ, কভু জ্বলজ্বল জ্বলে
প্রায়শই সোনালী চেহারা, অতি ম্লান হয়ে যায়
নিবু নিবু সে রংয়ের আলো, কভু ডুবন্ত অতলে
অগোছালো ভাগ্য বিপর্যয়ে, বা প্রকৃতির খেলায়।
কিন্তু তোমার অনন্ত গ্রীষ্ম, ধুসর হতে পারে না
আলোকিত সোনালী রংয়ের, তুমিই অধিকারিণী
মৃত্যু তার ছায়ায় ছায়ায়, কভু ঘুরে বেড়ায় না
পথ চলে অনাদির পথে, তুমিই কুলধারিণী।
পৌরুষের নিঃশ্বাসে-দৃষ্টিতে, চিরকাল তুমি পাশে
তারা প্রতীক্ষায় প্রতিদিন, বেঁচে থাকে ভালোবেসে।
ফিরোজ, মগবাজার, ১২/০৫/২০২০