মনের খবর নাইবা নিলে
মন রয়েছে পথে
সময় বড্ড পাথর ভারী
একশো একটা ক্ষতে।
গুমরে গুমরে কান্না করে
সাগর পাড়ের ঢেউ
যে যার মনে সে-ই দেখে
আর দেখে না কেউ।
মনের মধ্যে মনটি দিয়ে
দেখি তার-ই মুখ
নাম-ঠিকানা নেইরে কিছু
তবু অনেক সুখ।
আঁকা বাঁকা সমতলে
পথে পথে খুঁজি
পথের বাঁকে পথের পরে
পাবো তারে বুঝি।
ফিরোজ, দিলকুশা, ২০/০৪/২০২২