ভাবনা ঘরে ছল
পায় না খুঁজে তল …
দুনিয়াটা দূর্বা ঘাসের শিশির
বাতাস হতে জমে
জমিনে তা ঝরে
সঙ্গী হয় সে মাটির
আর ধুলো হয়ে বাতাসে তা উড়ে।
কিসের এতো মোহ?
কিসের এতো মায়া?
অনন্ত সেই আখেরাতকে ভুলে
আঁকড়ে আছো দেহ
শুধু প্রলোভনের পোশাক মুড়ে মুড়ে।
ফিরোজ, দিলকুশা, ১৭/০২/২০২২