নিবিড় অন্ধকারে পিশাচিনী ঘোরে
আলোর ধাঁধায় পড়ে চোখ
দমবন্ধ কুয়াশায় ঘিরে ধরে চারিধার
হাড়গোড় জমিয়ে ইচ্ছেরা বরফের তলে
পর্ণশবরীর শাপ প্রতিধ্বনি তুলে-
হারিয়ে যায় অজানায়, জনাশ্রয়ে হানা দেয় চিতা
দলা দলা অন্ধকারে কলিজা হিম
নিঃশ্বাসের আসা যাওয়ায় মৃত্যুও দোলে-
নাকের কাছাকাছি
নিঃসাড়ে পিছু নেয় যমদূত
ক্রমাগত শব্দ তোলে টুপ টুপ শিশিরের ফোঁটা
হঠাৎ নিথর নীরবতায় দুর্ঘট লোকালয়
অদ্ভুত শিহরণে ধমনীতে থেমে গেল রক্ত
সাপের প্যাঁচে প্যাঁচে জাপটে ধরে নিয়তি
খানিক দূরে আবছায়া অবয়ব
রেশমী সুতোয় বেঁধে মালা গেঁথে নিয়ে এলো মৃত্যু
মৃত্যু - মৃত্যু - মৃত্যু
কান্নারাও ভুলে গেছে নড়াচড়া …!!!
ফিরোজ, মগবাজার, ০৫/১১/২০২৪