মিথ্যাবাদীর কথার দীপ্তি চিত্ত হারি হারি
সরল প্রাণে গরল ঢালে বিত্তে জারিজুরি
তেল চিটচিটে মিথ্যা কথা মুগ্ধ অলঙ্কার
পুকুর চুরি সাগর চুরি শত উপহার
বংশধারায় শত্রুপক্ষের মিথ্যাবিষ্ট তীর
মিত্রতাতেও তাঁবেদারির চাতুরী অস্থির
সিংহাসনের সিংহদুয়ার সাজে মিথ্যা ছলে
মুগুর মেরে জবরদস্তি কাড়ে বাহুবলে
মিথ্যাবাদী শাসক যখন গেড়ে বসে ঘাড়ে
সত্য কথা অপরাধ হয় দণ্ড নড়ে চড়ে ।
বলতে বলতে মিথ্যা কথা ব্যাধি ভ্রষ্টাচার
দাম্ভিকতায় জুলুম-পীড়া বাড়ে অত্যাচার
মিথ্যাচারের ফাঁদে আটকে অন্তহীন ক্ষোভ
মনন ভোলে হৃদয় ভোলে সত্য ভোলে সব
বিচারবিহীন জনশ্রুতি গুজবের ভিত্তি
সত্য কথায় সত্য পথেই শুভ মনোবৃত্তি ।
ফিরোজ, মগবাজার, ২৯/০৩/২০১৯