আমার চোখে এক উপাধি, তার নাম বাংলাদেশ
আমার নাম আমার দাম, তার নাম বাংলাদেশ
আমার সুখ আমার দুঃখ, তার নাম বাংলাদেশ
আমার সাজ আমার কাজ, তার নাম বাংলাদেশ
আমার লজ্জা আমার সজ্জা, তার নাম বাংলাদেশ
ওড়নাখানি রুমালখানি, তার নাম বাংলাদেশ
সব কথা আর নীরবতা, তার নাম বাংলাদেশ
সুর মধুর রূপ অরূপ, তার নাম বাংলাদেশ
জন্ম জীবন মৃত্যু যেমন, তার নাম বাংলাদেশ
চিত্তে আমার নৃত্য কেবল, তার নাম বাংলাদেশ
পদযুগল দেহ আমার, তার নাম বাংলাদেশ
প্রতি ফোঁটা রক্তে সে নাম, তার নাম বাংলাদেশ
কর্ণে আমার একটি নাম, তার নাম বাংলাদেশ
জনম জনম শত জন্মে, ভালোবাসি বাংলাদেশ।
ফিরোজ, মগবাজার, ১৬/০৫/২০২০