জীবন নদের গান, দূর দিগন্তে হারিয়ে গেলে
ক্ষুধার জ্বালা যায় কী দূরে? অহর্নিশি অগ্নি জ্বলে
প্রাণ ধারণে উপায় খোঁজে পথে পথে চিহ্ন ফেলে
চিতায় জ্বলে চৈতালি বায় লজ্জা ছেড়ে ভিক্ষা খলে।
সৈলেন কাকুর ঘরে, তিন পুরুষের নেই কেউ
একদিন তার ঘরে ভরা অন্ন ছিল, জাল ছিল
জীবন নদে জোয়ার ভাটা নৌকা ছিল, খেলা ছিল
মরলো নদ সব হারালো, শূন্য বুকে ওঠে ঢেউ।
স্বপ্নগুলো ওলটপালট, তীরহারা নীড়হারা
সর্বহারার কী হারাবার? সর্বশান্ত চিত্তলুটে
ভালোবাসা নদ ও জীবন, কেনো তবে বাঁধে ধারা?
নদের বুকে বাঁধন এঁটে ভাঙে মন স্বপ্নলুটে।
দেশের প্রতি দরদ অতি সে মায়ার নেই শেষ
সৈলেন কাকুর নাড়ি জ্বলে জন্মভূমি বাংলাদেশ।
ফিরোজ, মগবাজার, ২৫/০৫/২০২০