শক্ত শরীর সুজন মিয়া, লাঙ্গল জোয়াল ছেড়ে
ঢাকায় এসে ঢের কামাবে, গাড়ি ঠেলা ঠেলে ঠেলে
কামাই বেশি সেমাই খাবে, হাতে অর্থ যাবে বেড়ে
বদ নসিবে জাল কসুরে, এখন থাকছে জেলে।
ঢাকা শহর বড্ড গরল, সেথা বড্ড ধোঁকা খায়
সাদাসিধা সুজন মিয়ার, ছিল কর্মে মনোযোগ
বদের হাড্ডি সবুর মিয়া, শুধু ধান্ধা খুঁজে পায়
সবুর মিয়া করলো চুরি, সুজনের সাজা ভোগ।
জগৎ কেন এমন হয়, এমন বিচার গলে?
ভোলাভালা মানুষগুলোর টলটল করে চোখ
যাবেই ফিরে সুজন মিয়া আপন ঘরের তলে
বড়ই খাঁটি গাঁয়ের মাটি সরল সহজ লোক।
নিজ পরিবার নিজ কর্ম, হালের বলদ বেশ
বুকের মধ্যে জ্বলে আগুন, তবু প্রিয় বাংলাদেশ।
ফিরোজ, মগবাজার, ১৭/০৫/২০২০