বিদ্যার পোকা বিদ্যানিধির পড়াশোনা মস্ত বড়ো
ভাগ্যের জোরে অনেক দূরে পৌঁছে দেখি নেই ঘরে
মাথায় ছিল চিন্তা ফিকির, নিজে পড়ো নিজে গড়ো
ভরা অন্নে ভাবের উদয়, শূন্যমন বালুচরে।
অর্থ বিলাস দূরে প্রবাস, ছেলেবেলা ঘুরে ফিরে
স্মৃতিকাতর আপন যারা, নেই তারা কাছে কাছে
হৃদয়তলে দেশের মায়া, জন্মভূমি ধরে ঘিরে
জীবন-নদের জড়াজড়ি, ফুল-পাখি গাছে গাছে।
কদম ফুলের বর্ষা বেলা, ভিজে ফুল ভিজে ডালা
ছনের চালে ঝুলিয়ে মালা, হাসিখুশি নানা খেলা
বাদাম তুলে ডিঙি নৌকায়, ফিরে আসা সন্ধ্যাবেলা
ছনের ঘরে সাঁঝের বাতি, মনে হতো শান্তি বেলা।
স্মৃতির ঘরে কেবল খেলে, শেষ হয় না সে রেশ
হে প্রাণ আমার মাতৃভূমি, ভালোবাসি বাংলাদেশ।
ফিরোজ, মগবাজার, ১৬/০৫/২০২০