কোন অসুরে কোন কসুরে, স্রোতমূলে সাধে বাঁধ?
বুকে চরা প্রবল স্রোতের, হায় হারালো গৌরব
হারা চঞ্চলতা, স্রোতধারা, এঁটে দেয়া মস্ত ফাঁদ
ছাড়লো পেশা হারলো জেলে, আর জরাতে ভৈরব।
বাঁচতে হবে চলতে হবে, নব পেশা ধরে হাল
অন্ন বস্ত্রের উপায় আছে, বক্ষমাঝে বাংলাদেশ
পা-ঘোরানো রিকশা-ভ্যানে, ঘূর্ণি চাকা মারে টাল
গায় খাটুনি কঠোর শ্রমে, মন করো-রে নিবেশ।
দিনে দিনে এমন পেশায়, প্রতিযোগী ক্রমে বাড়ে
জীবন যুদ্ধে উপায় যতো, সবই মানুষে খোঁজে
ক্ষুধার কাছে আবেগ বৃথা, স্বাধীনতা অন্ন কাড়ে
ক্ষমতা আর পেশীর মাঝে, গর্দান কেউবা গোঁজে।
জীবন নাতো গাড়ির চাকা, দিগ্বিদিকে শুধু ছোটে
পড়েই থাকে মাটির টানে, হাতে গোনা জনা মোটে।
ফিরোজ, মগবাজার, ১৫/০৫/২০২০