আঁধার এলে ছনের ঘরে, টিম-টিমে জ্বলে বাতি
কাটায় প্রহর ব্যস্ততাতে, পরের দিনের সাজে
ভোরের আভায় ছোটে ওরা, প্রহর শেষের রাতি
জীবন-নদের জড়াজড়ি, সে নিত্যদিনের কাজে।
সারাদিনের জাল ফেলানো, খুঁজতে মাছের পাতি
নদের ধারা তিমির তারা, গুনগুনাগুন বাজে
ভৈরব নদের বাঁকে বাঁকে, জালই ওদের সাথী
ধরলে মাছ জীবন চলে, সে জালের ভাঁজে ভাঁজে।
জেলের জীবন অল্পে খুশি, নদের জলের মাছ
দাঁতের ফাঁকে ঝিলিক মারে, উঠলে তাদের জালে
ক্ষুত্নিবারণ ঋণী তারা, ভৈরব নদের কাছ
নদের ধারা বাঁধলো কারা? ওরা পড়লো আকালে।
ছনের ঘরে টিমটিমিয়ে, জ্বলছে না আর বাতি
বাঁধন দিয়ে জলাঙ্গি স্রোতে, ভাঙলো বুকের ছাতি।
ফিরোজ, মগবাজার, ১৫/০৫/২০২০