স্নেহে ভরা মায়ের আঁচল পেতে আছে বাংলাদেশ
আকুল করা অনুভবের মা-জননী জন্মভূমি
আগলে রাখো বুকের মাঝে প্রীতিভরে শুধু তুমি
ভালোবাসায় আপন দেহ সম, হবে না নিঃশেষ।
অঙ্গে মাখা শ্যামল সবুজ, কখনো-বা রুষ্ট বেশ
একটুখানি কাঁপনে কাল-বোশেখির ধুমধুমি
মেঘের ভেলায় দেয় ছুঁয়ে, বর্ষা বীণা যায় চুমি
ছড়িয়ে ধারা জালের মতো নদী-স্রোতে ভাসে কেশ।
হিজল তমাল বৃক্ষ ছায়া ভরে আছে তৃপ্তি মায়া
ঝিরঝির হাওয়ায় নাচে সতেজ সজীব পাতা
মাঠের পরে ঢেউ দোলানো হরেক রকম কায়া
পথের পাশে পথিক বসে শীতল বটের ছায়া
গাঁয়ের পরে ছনের ঘরে জীবন নদের গাথা
বাংলাদেশের বুকের মধ্যে নানারূপ ও প্রচ্ছায়া।
[নোটঃ ধুমধুমি এক প্রকার বাদ্য বা বাদ্যের শব্দ।]
ফিরোজ, মগবাজার, ১৪/০৫/২০২০