মাছের অপলক শীতল চোখে দেখে নিলাম
স্পর্ধিত চেহারাগুলো
দর্প ভরা মুখে মুখে খই ফোটে
শক্তভাবে আটকে থাকা হাতলওয়ালা চেয়ারগুলো
ফুলে ফেঁপে সজ্জিত - আলো ঝলমল
ঝকমকে গলিচায় ঢাকা পড়া মেঝে
গালিচার আস্তরণের তলে বহুধা অন্ধকার
পা-গুলোর লক্ষ্যমুখ গালিচার নীচে
ভুল পদক্ষেপে বারংবার নিপতিত আলোহীনতায়
তবুও কুলীন চেহারাগুলির গর্বিত মুখ
মুখে মুখে বাগাড়ম্বর
যেন তারা বাদে বাকি সব অতিশয় তুচ্ছ।
অথচ নগণ্যের তালিকাতে ঠাই পাওয়া যোদ্ধাদল
ইতোমধ্যে বহুধা অন্ধকার মাড়িয়েছে
এখন তারা নতুন স্বপ্নে বিভোর
নতুন ভোরের প্রতি বুঝে শুনে পা ফেলে
নিবিড়ে দৃষ্টি ফেলো - দেখে নাও
নগণ্যের তালিকাটি আজ
স্পর্ধিত চেহারা হতে অনেক অনেক কদম অগ্রগামী।
মাছের অনিমেষ শীতল দৃষ্টিতে বদল ঘটে
চোখের অন্তঃপটে কেবলই খেলা করে নগণ্যের তালিকাটি …!
ফিরোজ, মগবাজার, ১৮/১০/২০২১