অবাক কাণ্ড!
এখনকার মানুষ যেন দুই প্রজাতির প্রাণী
কারো কারো শিরদাঁড়া সোজা ও শক্ত
সংখ্যাতে খুবই কম তারা,
কেউবা আবার কেঁচো শ্রেণীর
সংখ্যাধিক্যে এরা অসীম ।
মেরুদণ্ড সোজা যাদের -
সাহসী সিংহপুরুষ, ন্যায়ের প্রতি উচ্চকণ্ঠ
বিড়ম্বনা সইতে হয় বেশি
প্রতিকূলতায়, কন্টকে ভরা পথ
সংগ্রামে কাটে প্রতিনিয়ত ।
আর কেঁচো সম্প্রদায় -
মাটির উপর চলতে বিশেষ সাহায্য জরুরী
কেবলই ভরসা বৃষ্টিভেজা স্যাঁতসেঁতে মাটি
ফলত মাটির অন্দরেই নিত্য চলাচল ।
ফিরোজ, দিলকুশা, ০১/০৮/২০১৭