সূর্য মেলে চোখ
হারিয়ে গেল চাঁদ
ঘুমিয়ে গেল যেই
জ্যোৎস্না ভাঙ্গা বাধ।
এমন একটি বর
এমন একটি ঢেউ
ময়লা ভাগাড়, আবর্জনা
ভাসিয়ে নিল কেউ।
গায়ে গায়ে মেখে
একটু কোমল হাওয়া
ঘর হতে পা ফেলে
হাতটি ধরে যাওয়া।
অর্থ কড়ি আনা
তোলে পাখির ডানা
উড়ে উড়ে যায় সুদূরে
কেউ করে না মানা।
ফিরোজ, মগবাজার, ২৩/০৭/২০২৩