ক্রোধমিশ্রিত তীব্র ঘৃণায় পশুটার বুকে
ছুরিটা এফোঁড়-ওফোঁড় করে দিয়েছিলাম
আমার স্পর্শকাতরতাকে লুটে নিতে চেয়েছিল
আজ আমি বইটির শেষ পৃষ্ঠার শেষ অক্ষরের অপেক্ষায়
মা, খুব কষ্ট হচ্ছে, কথাটি নিজে জানাওনি বলে
একবারও ভাবলে না, আগেই আমার জানা উচিৎ ছিল
লজ্জাতে পাণ্ডুর আমি - তুমি দুঃখে
জীর্ণ দেয়ালের মতো ধ্বসে পড়েছো জমিনে
বাতাসে ফাঁসির ধ্বনি উঠল
অথচ, কেনো তুমি …
তোমার ও বাবার হাতে একটিবারও চুম্বন দিতে দাওনি?
মরে যাওয়া উচিৎ ছিল, সেই অভিশপ্ত নরকের রাত্রিতে
মৃতদেহ ছুড়ে ফেলার কথা ছিল নগরের অজ্ঞাত কোন জলাশয়ে
মর্গে লাশটি শনাক্তের কথা ছিল তোমার
আরো জানতে, খুনের আগে স্পর্শকাতরতা লুটে নিয়েছিল সে
ক্ষমতাহীন সাধারণ কী আর খুনির নাগাল পায়
অসহ্য লজ্জা, সীমাহীন শোক
আর পাথরের মতো নির্লিপ্ততায় মরে যেতে তুমি
(ক্রমশ)
ফিরোজ, দিলকুশা, ০১/১০/২০১০