আপনি কানা পথ দেখাবে, এ কোন আকাল?
কুয়াশা হায়, অন্ধকারে হারালো কাল
ভর দুপুরে ঘুমের ঘোরে স্বপ্ন দেখান
মুখখানিতে মিথ্যে ভরা চটুল বয়ান
ধুম্রজালে ভুলেই গেছি সরল রেখা
বৃষ্টি ভেজা মাঠগুলো তাই আগুন ছেঁকা
বিষগ্রাসে আপন শিকড় হেলায় হারায়
মরুর ঝড়ে সব সবুজের বিনাশ বেলায়।
ফিরোজ, খিলগাও, ১০/০২/২০২৪