ফিলিস্তিনের ভূমি …
একদিন প্রশস্ত ছিল জমিন
হৃদয়ও সুপ্রশস্ত ছিল
ওহে ! জালিম ইসরাইলি …
তোমরা এককালে নিগৃহীত ছিলে
ফিলিস্তিনের উদার হৃদয়
তোমাদের আশ্রয় দিয়েছিল …
হায় … ! জুলুমের স্টিমরোলারে
ক্রমাগত সংকীর্ণতায় নিপতিত জমিন
বুলডোজার, ধ্বংসযজ্ঞ, পিষ্ট হতে হতে
পৃথিবীর একেবারে শেষ প্রান্তে
ছোট হতে হতে আকাশও যেন
মাথার উপর ভেঙ্গে পড়বে
তোমাদের ক্রমাগত নির্মম পীড়ন, জুলুমে
অনুদার জমিন, অপ্রশস্ত আকাশ - এক ফিলিস্তিন জনজাতি
উৎপীড়নে ভয়ানক পীড়িত
কোথায় হবে ঘর, কোথায় হবে আশ্রয়?
পিঁপড়ার শক্তি নিয়েও তাই
প্রতিবাদ, প্রতিরোধ, প্রতি হামলা …
ওহে ইসরাইলি! ভুলে গেছো নিগ্রহের ইতিকথা …
তোমরা অস্ত্রবল, পেশীবলে
আমাদের দমাতে পারো
তবে ফিলিস্তিনি শিশুর হাতে
প্রতীকী লাল কার্ড
মানবতার অন্তরে তোমরা কেবল
লাল কার্ড প্রাপ্ত …
The Red Card
The land of Palestine …
One day the ground was wide
The heart was also very wide
Oh! cruel Israelis
You were once oppressed
The generous heart of Palestine
gave you shelter …
Alas! in the steamroller of oppression
The land is falling into the constant narrowness
Bulldozers, destruction, becoming crushed
We are absolutely at the end of the earth
The sky is too small
As it will be broken over the head
For your constant cruel torture, violence
The narrowness of earth, the narrow sky - a Palestinian community
Suffering terribly from persecution
Where will be the home, where will be the shelter?
So, with the strength of Ant
We do protest, resistance, counter-attack …
Oh Israelis! you have forgotten the story of oppression …
With the power of arms, muscle
You can suppress us
But in the hands of the Palestinian child
The symbolic red card is being shown
In the heart of humanity
You are only the red card receivers …
ফিরোজ, মগবাজার, ১৮/০৫/২০২১