আপন সংকোচে
ধবধবে সাদা পোশাক গায়ে চড়ানো হয়নি তার
দিগন্তের দিকে কভু পূর্ণ চোখে তাকায়নি সে
যদি হারিয়ে যেতে হয়!
আকাশের দিকেও মুখ অবারিত করেনি কভু
যদি স্বপ্নের সাথে উড়ে যেতে হয়!
বেলাভূমিতে পা পড়েনি তার
যদি দরিয়ার ঢেউগুলো মন ভিজিয়ে দেয়!
শুকনো নিরস খটখটে জমিনে
শেষাবধি পদচারণা
আজ তার শেষ যাত্রায় আত্মাটা উড়ে গেল
শুভ্র কাফনের কাপড়ে মোড়ানো দেহটি
খোলা মাঠ-প্রান্তর পেরিয়ে গেল
দিগন্তেরও ওপারে
ঝলমলে তারকার দীপ্তিতে
খোলা আকাশের নীচে গোরস্থানে।

ফিরোজ, মগবাজার, ১৩/১০/২০২৪