রেহেলের কোরআন হতে সুমধুর সুর
প্রশান্ত আত্মায় প্রতিধ্বনিত
কৃতজ্ঞতায় সেজদারত মাথা - খোদার নৈকট্যে;
তকদিরের সীমানায় আকাঙ্ক্ষাও গেঁথে রাখা
তবু যদি ঘিরে ধরে আঁধারের ভ্রূকুটি
শব্দেরা ধারালো হিরের ছুরি
বিঁধে যায় হৃৎপিণ্ডে এফোঁড়-ওফোঁড়
নির্ভরতার আশ্রয় তিনি - খোদার নৈকট্যে;
তুলোর মেঘ হয়ে বরকতে ঢেকে দেয়
নেয়ামতের মালিক একমাত্র তিনিই
অহমের পর্দা হতে সদা তাঁর কাছে পানাহ
কৃতজ্ঞতায় নুয়ে পড়ে মাথা - খোদার নৈকট্যে;
লোবানের ধোঁয়া হয়ে নাকে আসে মৃত্যুর ঘ্রাণ
কৃতজ্ঞ আত্মায় প্রশান্তির উদ্ভাসন
মৃত্যুর বাহনে চড়ে পৌঁছে যাবে চূড়ান্ত গন্তব্যে।

ফিরোজ, মগবাজার, ১৯/১০/২০২৪