বাবা তুমি আসবে বলে
পরতে গেলাম শার্ট
শার্টের গায়ে লাগলো ধুলো
কমতি হলো ঠাট।
ঠাট কমাতে রাগ জমাতে
মেজাজ গেলো বিগড়ে
খেই হারানো বকর বকর
কথা দিলাম উগরে।
অযথা সব কথাগুলো
ভীষণ পীড়া দেয়
বসার চেয়ার বসার পিঁড়ি
সবই কেড়ে নেয়।
ফিরোজ, মগবাজার, ২৮/০৯/২০২১