পানির অভাবে বৃক্ষ হতে
ঝরে পড়লো কয়েকটি মধ্যবয়সী আম
খ্যাতিমান কলাম লেখক লিখে ফেললেন
“ওপাড়ার দুষ্টু ছেলেদের ছোড়া ঢিলে
আমগুলো ঝরে পড়লো … !”
ঝরে পড়া আম, খ্যাতিমান কলাম লেখক
ওনারা পক্ষের লোক
ক্রমাগত আঘাতে আঘাতে বিপন্ন
ভয়ংকর ঝুঁকিতে ওনারা
সৎ সাহসীও বটে
প্রতিবাদী উচ্চকণ্ঠ কখনো বন্ধ হবেনা … !
অবশেষে কাজ শুরু অভিজ্ঞ তদন্ত দলের
নিবিড় অনুসন্ধানে রহস্যের উন্মোচন
দেখা গেল বৃক্ষটির কাছে-ধারে
পানির উৎসের ভীষণ অভাব
তাই আমগুলোর ঝরে পড়া
পানির অভাবে আরোও ঝরে পড়বে … !
খ্যাতিমান কলাম লেখক, পক্ষের লোক
দাঁত কেলিয়ে হাসে
‘রহস্য’ রহস্যময় থাকাইতো ভালো … !
ফিরোজ, দিলকুশা, ০৪/০৪/২০১৮