ক্রমাগত গজিয়ে উঠেছে-
নিথর ল্যাম্পপোস্ট আর হাসপাতালের মর্গ
ভরা পূর্ণিমায়-
সুনীলশূন্য আকাশে চাঁদ উঠেছে পাণ্ডুর
জমিনে সাপের লেজ হয়ে দীর্ঘতর কবরের সারি;
মাথাটি ছিল ঝুনো নারিকেল
পানি নড়ার শব্দ শুনে
বয়ে যায় শীতল পাথরের স্রোত
উচ্চণ্ড ঝাঁকি মারে বুট জুতা, খাকি পোশাক, উর্দি
জ্বলে ওঠে লক্ষ লক্ষ আগুনের ফুলকি;
ভিখিরি রাজনীতির-
উদোম দেহ হতে ছুটে আসে রক্তসম্প্রপাত
দা, কাঁচি, ছুরি, ইতস্তত ব্লেডে ছেঁটে দেয়
এ মাটির ইতস্তত কপোল;
সংস্কারের জ্বলন্ত লাভা হাতে ছুটে আসে তারুণ্যের ঝাঁক
নীলিমার নক্ষত্রেরা এলোমেলো বিক্ষিপ্ত
উড়ন্ত সসারের গেট দিয়ে-
হারিয়ে যায় সহস্রাধিক সাহসী বীর আত্মা;
অজস্র উল্কাপাতে তৈরি হয়-
এক একটি কবরের সারি …!!
ফিরোজ, মগবাজার, ১৯/১০/২০২৪