কবিতা আমার-
একান্ত আপন এক উন্মুক্ত চিলেকোঠা
স্বাধীন উদাসী হাওয়া
ব্যথা পেলে মন খুলে কাঁদি
একটুখানি খুশিতে প্রচণ্ড শব্দে অট্টহাসি
আকাশ ছুঁয়ে দেবার তৃষ্ণাও মিটে যায়
শীতল হাওয়ায়-
শান্ত হয় তুঙ্গে উঠা বিরক্তির পারদ
চৈত্রের দাবানল জ্বলে ওঠে
অসঙ্গতির দাহ্য দেহে।
খোলা চিলেকোঠা - আমার প্রতিটি কবিতা
ঘন তমসায় আকাশে তারকার বিন্দু
ভোরের আলোতে শান্ত শীতল বাতাস
নিমেষেই ঘন কালো মেঘ
আকাশের ক্রন্দনে অবিরাম বৃষ্টির ফোঁটা
কখনো রামধনুর ঝলমলে রঙের প্রলেপ
সূর্যের আলোতে বৃক্ষের সালোক-সংশ্লেষণ
প্রখর রৌদ্রতাপে-
পুড়ে যাওয়া কালো চামড়ার আলাপন
নিঃসঙ্গ দ্বীপে সংকেতের বাতিঘর
মাঝ সমুদ্রে গর্জে উঠা সাইক্লোন।
কবিতা আমার অতি আপন উন্মুক্ত চিলেকোঠা
চোখের কোটরে-
জমে থাকা বরফখণ্ড গলে যায়
অনুভবের বাতায়নে বারবার টোকা দেয়
নিঃসঙ্কোচে সাড়া দেয় সুখ-দুখের গল্পগুলো
প্রত্যাশার সীমানা-
ছাড়িয়ে যায় দিগন্তেরও ওপারে
আমার কবিতার পানসিতে-
পার হবো লক্ষ-কোটি যুগ-যুগান্তরের প্রতিটি প্রহর।
ফিরোজ, মগবাজার, ২৩/০৬/২০২৪