তোমারই নির্দয় কর্ম হতে শিখে গেছি
ভয়কে জয় করার পথ
আরো শিখেছি-
মৃত্যুকে হাওয়ায় উড়িয়ে দিতে
মুখ চেপে ধরে কণ্ঠ স্তব্ধ করতে চাও?
চোখে, মুখে, রক্তের প্রতিটি বিন্দুতে-
জ্বলন্ত আগুনের গনগনে তেজ
জালিমের হাতগুলো চূর্ণ-বিচূর্ণ করে
অদৃশ্যে মিলিয়ে দেবো
বজ্রকণ্ঠে বারংবার অধিকারের কথা বলবো
রক্তের সিঁড়ি বেয়ে-
কোটি প্রাণ জেগেছে আজ মিছিলে
শপথে শপথে অন্ধকারের ছায়া মুছে গেল
দিকে দিকে জ্বলে উঠলো-
দীপ্ত আলোর প্রভাত
কলরবে জেগে ওঠে প্রতিটি নিকুঞ্জ-কানন
হে জালিম! যতই উন্মত্ত হও
মাথা নোয়াতেই হবে
কিছু কিছু নির্মমতার ক্ষমা হয় না …

ফিরোজ, মগবাজার, ০১/০৮/২০২৪