জানো কী -
মরন্ত বৃক্ষ কখন সতেজ হয় !
খাদ্য, সার আর তৃপ্তিকর জলে ভিজে
পরিস্ফুট হবার স্বপ্ন দেখে মরার আগে
স্বপ্নকে আঁকড়ে ধরায় বাধ সাধো কেনো?
তোমার চঞ্চল এলোকেশের সুগন্ধীতে
উচ্ছল-উদ্দাম হাসির উজ্জ্বলতায়
বিদ্যুতের চমক ওঠে অসাড় দেহে
জড়তা ভেঙে ভেঙে ধীরে ধীরে সজীব হয়
তোমার মুখে অন্ধকারের ছায়া
বরফ হতেও আরো বেশি শীতল
আলতো করে জড়িয়ে ধরে জরা ক্রমাগত
এবং আরো …
নিস্তেজ দেহে চিহ্ন ওঠে কবরের নিস্তব্ধতার পথ
মরন্ত বৃক্ষ কখন সতেজ হয়, জেনে নাও !
কেনো যে তোমার আকাশে
সূর্যকে ঢেকে দেয়া আঁধারের মেঘ জমে !
যদি সমাধি দেখতে চাও
বারবার খুঁজে পাবে অস্থিপঞ্জরের নিদর্শন
একদিন যা ছিল বলিষ্ঠ পরিপূর্ণ অবয়ব …
ফিরোজ, দিলকুশা, ০৬/০১/২০২০