সব ঠিকঠাক ছিল, এখনও আছে কী …
তবে যদি জেনে যাও বদল হয়েছে আমার
দয়া করে দ্বিধাহীন অন্তরে মেনে নিও
বড় কিছু ঘটে গেছে
নিজের মধ্যে এখন আর নেই আমি
বিলিয়ে দিয়েছি নিঃশেষে
অনেক বড় ভুল হয়ে গেলো
কেড়ে নিল সময়ের ঘূর্ণিবলয়ে
হাড়, মাংস, মজ্জা এবং পরিপূর্ণ অস্তিত্বের আঙ্গিক
নিঃশর্তে ক্ষমা করে দিও
কথা দাও ! ক্ষমা করবে, মেনে নেবে মুহূর্তেই
একটুও কুণ্ঠিত হইও না !
ফিরোজ, দিলকুশা, ০৯/০৩/২০২০