খোলা বুকে কার যেন আজ ডাক এসেছে
বুকের মধ্যে প্রাণ পাখিটা গান ধরেছে
গানের সাথে চোখের জলের বাজনা বাজে
এই দেহটা ছুটছে কেবল অন্য কাজে
হাত তুলে কেউ ডাক দিয়ে যায় চোখের ভিতর
নিজের মধ্যে অন্য কেউ ভীষণ কাতর
ফুল বাগানে দিনের আলোয় উল্কাপাতে
বুকের মধ্যে আগুন জ্বলে গহীন রাতে
দূর নীলিমার তারার জ্যোতি কেবল পতন
পায়ের কাছে নিবিড় করে পাতে আসন
বুকের মাঝে ঝড় তোলে কেউ, শুধুই ফাঁকা
মাঝ সমুদ্রে ঢেউয়ের ভিতর ভাসছি একা
স্বপ্নঘোরে পাহাড় ধরে দিলাম নাড়া
খোলা বুকে কার যেন ডাক ছন্নছাড়া
ঝড় উঠেছে খোলা বুকে তুমুল ঝড়
ঝড়ের পরে জ্বলবে আগুন পুড়বে ঘর৷

ফিরোজ, মগবাজার, ১৪/১২/২০২৪