কেমন আছি জানতে চাইলে-তো
বৃন্তচ্যুত ফল কী রকমই-বা থাকতে পারে !
রোদ, বৃষ্টি, ঝড়, ধুলাবালি, ময়লা
একসময় ব্যাকটেরিয়ার খাদ্য হয়ে পচন ধরে
তারপর মৃত্তিকায় মিশে গিয়ে বিলীন
ভাগ্য সহায় হলে বীজ হতে চারা গজায়
নতুবা একেবারেই অস্তিত্বহীন শূন্য
তবে আমার খোলসটা ভারী মজবুত
ঝুনা নারিকেলের বহির্ভাগ যেমন
কিন্তু ভিতরটা অণুজীবে আক্রান্ত
একটু একটু ক্ষয়ে যেতে থাকা
হয়তো সহসা নিঃশেষ হতে হবে
তথাপি বাইরের নিষ্প্রাণ খোলসটা বেশ শক্ত
একটুখানি পরিপাটি কারুকাজে
সেই খোলসটা খুব সুন্দর প্রদর্শনীর বস্তু হবে
ক্ষয়িষ্ণু প্রহরে তবুও সম্মুখে হেঁটে যাই, সময় বয়ে যায়
বোধহয় খুব ভালো আছি, বেশ আছি !
ফিরোজ, মগবাজার, ৩১/১০/২০১৮