অহমের শীর্ষে অহম - মহা স্পর্ধিত গ্রীবা
খোদার চাদরে পড়ে টান!
চক্ষু হতে বেরিয়ে আসে ভয়ানক অগ্নিশিখা
মুখ থেকে নিঃসৃত উদ্ধত অমার্জনীয় পাপ
অন্য কারো অস্তিত্ব-
ছিঁড়ে খুঁড়ে নিশ্চিহ্ন করে দিবে
যেন মহা পরাক্রমী ঈশ্বরের আসনে সমাসীন
অথচ অতি নগণ্য নাপাক বিন্দু যার সৃষ্টির রহস্য
পৃথিবীর আয়ুষ্কাল আর আপন হায়াত-
যেমন মহাসমুদ্র হতে তুলে আনা এক ফোঁটা পানি
মউতের পেখম প্রতি পদক্ষেপের সহচর
এক পলক পরের পরিণামের জ্ঞান নেই যার
দাম্ভিকতায় সে সম্পূর্ণ বেমানান
অহঙ্কার কেবলই স্রষ্টার ভূষণ …
ফিরোজ, মগবাজার, ২৯/০৬/২০২২