একলা পথে হাঁটতে হাঁটতে
গেলাম দূরে অনেক ক্রোশ
একটিবারও কেউ ডাকেনি,
আকাশ পানে চেয়ে চেয়ে
ক্লান্তি ধরা চোখের বশ
একটি কথা কেউ বলেনি।
কথার ভীড়ে ঢের আলাপন
ভীড়কে ঠেলে ভীড়কে খুঁজি
ভীড় হতে হায় কেউ এলো না,
শূন্য মনে শব্দ জটে
ধাঁধায় পড়ে মুখটি গুঁজি
মনের কথা কেউ বলে না।
ফিরোজ, মগবাজার, ২৫/০৭/২০২৩