আগুনে পোড়াও বারংবার, জ্বালাতে থাকো-
যে পোড়ানোয় চিহ্ন না থাকে
ঝড় এসে উড়িয়ে নাও জমে থাকা সব ধুলো
স্খলনের পাহাড় অনুশোচনায়-
চোখে নামে সাগরের জল
হৃদয় হতে খসে পড়ে কলুষিত আবরণ
অন্তরিক্ষেরও উপর হতে ধেয়ে আসা নিষ্পাপ পবনের পবিত্র ছোঁয়া
অমৃত নদীর স্রোত ঢেউ তোলে অন্তরে অবিরত
অনুভবের সাদা পাতায়-
কালের কালিতে লেখা হয় মহীরুহের সংযম
অজানায় পরিশুদ্ধ ঝিরঝির বাতাসে-
দুলে ওঠে কামিনী বীথি, মরমে বেজে ওঠে বাঁশরী
আলোড়িত হৃদয়ে মধুপের গুঞ্জরিত পুষ্পকুঞ্জের শিহরণ
শেষ রাত্রির নির্মল আকাশে রহস্যালাপে নিমগ্ন-
পরিপূর্ণ পূর্ণিমা তিথির চাঁদ
চাঁদ ও জ্যোৎস্নার বিভোর প্রেম দেখে
বেহুঁশ হয়ে যাই খোদার প্রেমে।
ফিরোজ, মগবাজার, ২৬/০৮/২০২১