আমার কাছে এলো সে
এক পুরুষ দেহের ছদ্মবেশে
কোনরকম মনোযোগ দিলাম না।
আমাকে বলল-
‘আমি সেই পবিত্র আত্মা - উন্মুক্ত হয়ে যাও।’
তাকে অমান্য করতে ভারী ভয় পেলাম
তাকে চুম্বন করতে দিলাম।
তার স্থির দৃষ্টি দিয়ে
আমার লাজুক বক্ষযুগল উন্মোচন করল
আর একজন সুন্দরী নারীতে পরিণত করল
অতঃপর আমার দেহে তার আত্মাকে ফুঁকে দিল
গুরু গুরু বজ্রধ্বনি আর আলোর ঝলকানি
এবং আমি বিশ্বাস করলাম।
সিরিয়ান কবি মারাম আল মাসরি-এর ইংরেজি কবিতা অবলম্বনে।
অনুবাদে ফিরোজ, মগবাজার, ১৪-১১-২০২৩