দোসরে দোসর চেনে
স্বার্থের ভাগীদার সবসময় একসাথ
সবাই একই ছত্রে -
লাতিন, কথিত সিমাইট, স্থানীয় আরবীয় দোসর
খুঁজে নেয় যথার্থ ক্রীড়নক
অতঃপর যোগ্যতর শিক্ষা - হাতে কলমে
অন্ধকার সুড়ঙ্গ ধরে রক্তপিয়াসি একদল ড্রাকুলার আগমন
রসদের অভাব নেই, সরবরাহ অবারিত …
পরের অনুষঙ্গ ভয়ানক হিংস্রতার - বর্বরতার
আগুন, বারুদ, ইতস্তত রক্তের স্রোত
ধ্বংসস্তূপ, পোড়ামাটি, বধ্যভূমি
আয়লান কুর্দি, লক্ষ লক্ষ শরণার্থীর মিছিল
আকাশ কাঁপিয়ে, জমিন ফুঁড়ে পাতালেরও তলে
মানবতার ফরিয়াদ, আর্তনাদ
বিগড়ানো ক্রীড়নক পথের কাঁটা হয়
ইঁদুর-বিড়াল খেলা চলে কিছুকাল
খেলা হলো শেষ
তিন শিশুপুত্রসহ আত্মহনন আবু বকর আল-বাগদাদির
ইঁদুর নাকি মানসিক-অসুস্থ ছিল
মরে গেলো কুকুরের মতো
এখন ইঁদুরটি ভারী কাপুরুষ বটে !
আর বিড়াল হলো বীরের জাত … !
তবে, বিড়ালও কী সুস্থ … ?
বিড়াল কী মানুষ হয় … !
ফিরোজ, দিলকুশা, ২8/১০/২০১৯