রাত পঁচিশে মার্চ
অপারেশন সার্চ
গুলি মারে বুকে
খুনি ভারী সুখে
মুখে দিবে তালা
বোঝো এবার জ্বালা
সব তোমাদের দাবি
আটকা তালা চাবি ।
ঘাড়ে চাপা যুদ্ধ
বাংলাদেশী ক্ষুব্ধ
গর্জে ওঠে মুখ
হারাবি সব সুখ
ঊর্ধ্বে ওঠে হাত
ভাপরা আঁচে তাত
জ্বলে আগুন জ্বলে
হৃদয় গহিন তলে ।
রক্ত আগুন যুদ্ধ
করবো মাটি শুদ্ধ
মিটবে এবার জ্বালা
সব শালারা পালা
নইলে তোদের ঘাড়ে
ঠুকবো পেরেক ঝাড়ে
প্রতিরোধে পাগল
ভাঙলো সকল আগল ।
জাগলো সবার চেতন
উড়লো বিজয় কেতন ।
ফিরোজ, দিলকুশা, ২৪/০২/২০২০