খবর শুনেছেন, খবর !
বনেদি ঘাড় উঁচু, মাথা উঁচু জঙ্গলের ব্যাঘ্র
আটক রয়েছে জঙ্গলের কারাগারে
জঙ্গল এখন আসলেই জঙ্গল
শিয়াল তার প্রতাপশালী রাজাধিরাজ
প্রধান সেনাপতি - বিষাক্ত নেকড়ে ।
নগর সভ্যতার পোক্ত আসনগুলোতেও
জঙ্গলের ছায়া পড়েছে
শিয়ালের ধূর্তামি প্যাঁচ আঁটে কষে কষে
নেকড়ের হিংস্রতার থাবা পড়ে ঘাড়ে ঘাড়ে
নগরের যত বনেদি সিংহ-ব্যাঘ্র সব ভারী অসহায়
অতি সাধারণ হরিণশাবকের নিরীহ চোখ
কেবল অপেক্ষায়, তাকিয়ে তাকিয়ে দেখে !
ফিরোজ, মগবাজার, ২৬/১০/২০১৮