যতো পারো উড়াও, উড়াতে থাকো
জঙ্গলের জংলি পতাকা
ওদিকে নাভিশ্বাস উঠেছে মানবতার
টিকে থাকার প্রাণান্ত প্রচেষ্টায় কেউ কেউ দিশাহীন
তোমার উলঙ্গ চেহারায়
অসভ্য বুনো জঙ্গলের চিহ্ন দেখা যায়
তোমার চর্বিতচর্বণে আকাশে ওড়ে
ধ্বংসের বাহারি কেতন
শান্ত সমুদ্রে কেবল সর্বনাশের উন্মত্ত ঢেউ ওঠে
পৃথিবীর শান্তিসংস্থা, শান্তিপথ গতিহীন
অশান্ত ডঙ্কায় শুধুই যুদ্ধের উন্মাদনা … !!!
ফিরোজ, দিলকুশা, ০৫/০১/২০২০